Ratings647
Average rating4
আমি এখনো পর্যন্ত মুরাকামির এমন কিছু পড়িনাই যা ভালো লাগেনাই আর পড়া শেষে মুখে ২দিন তিক্ততা থাকেনাই। এই তিক্ততাটা খানিকটা ডিপ্রেশনের তিক্ততার মত।
বইটার জনরা ম্যাজিক-রিয়্যালিজম। গল্প যতটা আছে, সমপরিমাণ সেই রিয়্যালিটির জীবনবোধ আছে। সাধারণত গল্প-উপন্যাসের রিভিউতে গল্প বাদে দর্শনটার কথা বলা হয় স্পয়লার দিতে না চাইলে। এক্ষেত্রে সেটাও করা যাচ্ছে না।
মুরাকামি তার স্বভাবসুলভ শার্পনেস, ঘোরলাগানো ও আইকনোক্লাস্ট ভাবমূর্তি বজায় রেখেছে।