Kafka on the Shore
2001 • 468 pages

Ratings647

Average rating4

15

আমি এখনো পর্যন্ত মুরাকামির এমন কিছু পড়িনাই যা ভালো লাগেনাই আর পড়া শেষে মুখে ২দিন তিক্ততা থাকেনাই। এই তিক্ততাটা খানিকটা ডিপ্রেশনের তিক্ততার মত।

বইটার জনরা ম্যাজিক-রিয়্যালিজম। গল্প যতটা আছে, সমপরিমাণ সেই রিয়্যালিটির জীবনবোধ আছে। সাধারণত গল্প-উপন্যাসের রিভিউতে গল্প বাদে দর্শনটার কথা বলা হয় স্পয়লার দিতে না চাইলে। এক্ষেত্রে সেটাও করা যাচ্ছে না।

মুরাকামি তার স্বভাবসুলভ শার্পনেস, ঘোরলাগানো ও আইকনোক্লাস্ট ভাবমূর্তি বজায় রেখেছে।

January 27, 2019