Ratings922
Average rating3
আহ্! অনেকদিন পর একটা বই প্রায় বলা চলে এক নিঃশ্বাসে শেষ হলো। হ্যারি পটার সিরিজের অন্য বইগুলোর চেয়েও এটা বেশি মুভি ফ্রেন্ডলি হবে সংলাপনির্ভরতার জন্য। আর রোওলিং মৃত লেখক না, দিনে দিনে আরো ম্যাচিউর হচ্ছেন। পুরো গল্পটা এত বাহুল্যবর্জিত এবং থ্রিলিং... জাস্ট অসাম!