Ratings165
Average rating3.1
ওকে, প্রথম ব্যাপার হচ্ছে বইটার অনেক আইডিয়া (চরিত্রগুলোর আইডিয়া) আমায় আহত করেছে (স্কাউটের মতই)। লেখাটাও একটু কম গোছানো মনে হয়েছে তবে স্কাউটেরও যেমন বয়স বেড়েছে, উপন্যাসের সুর বদলেছে। মেইন থিমটা হলো, কেউ সমাজের থেকে এগিয়ে ভাবতে পারলে সমাজের প্রতি কন্ট্রিবিউশনের দ্বায়টাও তার বেশি।