Ratings1
Average rating1
আগে ভাবতাম সাদাত সাব ত্যাঁনা প্যাঁচায়, পরে দেখলাম নাহ মোহাম্মদ নাজিম উদ্দিন এই কাতারে আছে। আমার ধারনা ছিল ভুল, ইল্মা বেহ্রুজ হচ্ছে সবার লর্ড। ত্যাঁনা প্যাঁচাইয়া তিল কে তাল বানায় নাই, কুমড়া বানাই ফেলসে।
বেগম রোকেয়া উপর থেকে হাসি মুখে চেয়ে আছে।
ভাল বই খারাপ বই বলে কিছু নেই, সব কিছু থেকেই আমরা জ্ঞান আহরণ করতে পারি। তাহলে আমরা এর থেকে আমরা কি শিখতে পারলাম? মাঝে মাঝে হাবিজাবি না পড়লে ভাল বইয়ের গুরুত্ব বুঝা যাবে না।
সব কিছু ছাপিয়ে কেন জানি মনে হয়েছে, রকমারি + ফেসবুকের গুণ কীর্তন ট্যাকা দিয়ে কেনা হয়েছে, goodreads এ এর প্রভাব পরবে না বলেই আশা করি।
প্রশ্ন হতে পারে আমি কি পুরো বইটা শেষ করেছি? জ্বি না, ৪২% শেষ করেছি। নতুন লেখিকা হিসেবে ২২% বেশি পড়েছি, সাধারণত কোন বইয়ের ২০% পড়েও ভাল না লাগলে সে বই শেষ করি না।
আমি নজ্রুল পড়েও দেখছি, রবি ঠাকুর পড়েও দেখেছি, বেহ্রুজ ও পড়ে দেখলাম, শান্তি শুধু সাবিতা ভাবী পড়ায়।