Ratings1
Average rating3
পেন্ডুলাম বইতে রাসেল সাবের ভৌতিক অনুষ্ঠান আর বিশিষ্ট গীতিকার সুরকার মাহফুজ সাবে কে হালকা করে ভ্রে দিয়েছে লেখক নিজাম সাব।
মিশকাত পক্কাত হইছে, এই কাজ করছে চাঁন মিয়া লগে এক সহযোগী নিয়ে। কিভাবে ঘটাইছে তার বর্ণনা লেখক ভাল করে কিছুই লেখে নাই। মিশকাত মা কেও পক্কাত করে দিছে চাঁন মিয়া।
চারু আর মায়ার মাঝে পেমের সম্পর্ক স্থাপন না করেই লেখক নিজেকে অন্যদের থেকে আলাদা করেছেন।
রগরগে কোন যৌন বর্ণনা বইতে নেই বললেই চলে। পরিবারের সবাইকে সামনে রেখে এই বই পড়ায় কোন সমস্যার সৃষ্টি হবে না হলেও সেটা আমার দেখার বিষয় না।
বিশ্বাস আর যুক্তির বালের খেলা