Ratings1
Average rating3
কবিতার বইয়ের রিভিউ লিখতে ভয় হয়। পাঠকসত্ত্বার ক্রিটিসিজমকে কেউ লেখকসত্ত্বার দুরাভিসন্ধি মনে না করেন। যদিও কবিরা তুলনামূলক বেশি হিংসুটে হয় তবুও আমি খুব বেশি কবি না এবং পূর্ণেন্দু পত্রীর কিচ্ছু আসে যায় না কী বলি এই ভরসায় বলা যায় বইয়ের মোটামুটি ৩/৪ ভাগ ফেলে দেওয়া যায়। তবে বাকিগুলো দুর্দান্ত।