Ratings3
Average rating4.3
অনেকদিন বাদে ফিকশন পড়তে বসে একটানে পড়ে ফেললাম চমৎকার শিশুতোষ বইটি। বইটি ছোটদের জন্য লেখা হলেও বড়রা পড়ে সমান মজা পাবে বলে আমার ধারণা। মজার সাথে সাথে চিন্তার জগতে কিছুটা উন্মেষ ঘটাবে। দুয়েকটি মানসাঙ্ক দেয়া আছে বইতে, সেগুলা বেশ মজার!