Ratings1
Average rating5
Poems/songs.
Reviews with the most likes.
মৃত্যু-আঘাতে মরতে-মরতে
খড়কুটো হয়ে ঝঞ্ঝাবর্তে
ঘূর্ণমান,
তবু-যে খেলছি ভোঁ-ভোঁ কানামাছি,
জেনেও— দাঁড়িয়ে অতি কাছাকাছি,
দিনাবসান,
এত-যে দেখছি চুপিসার ঘুণ,
এখানে-ওখানে দ্রোহের আগুন
বহ্নিমান,
প্রতিটি প্রহারে ক্ষতবিক্ষত
এই-যে আমার ভীষ্মের মতো
শর-শয়ান,
তৃষ্ণার জল, ক্ষুধার অন্ন,
মাথা-উঁচু-করে রাখার জন্য
যে-উপাধান—
সেদিনও যেমন, এখনও সমানে
নিপুণ অমোঘ শরসন্ধানে
যিনি জোগান,
জানি, ভরা তাঁর অশেষ তূণীর,
তাই নিয়ে ফেরে তীর থেকে তীর
দৈবী যান।
কীর্তি বোঝাই সেই-যে নৌকো
আমি শুধু বেছে নিয়েছি চৌকো
সোনার ধান :
প্রতি তারে বাঁধা জীবনের বোধ,
ঘাতে-প্রতিঘাতে বাঁচার রসদ
গীতবিতান।
- কবি প্রণবকুমার মুখোপাধ্যায়