কন্ট্রোল
2024 • 408 pages

Ratings1

Average rating3

15

বেগ-বাস্টার্ড সিরিজের ৭ম বই “কন্ট্রাক্ট” পড়া শুরু করেছি সকাল থেকে। এখন আছি ২৫-২৬ পৃষ্ঠায়। সামনে কি লিখা আছে একটু বিরতি দিয়ে পড়তে চাই।
নাজিম সাবের নেমেসিস বইটার গল্পের পটভূমি মনে আছে? বিশিষ্ট লেখক ‘জায়েদ' সাহেব মারা যান তরুণ স্ত্রী রেখে। হেহেহেহে বয়েস! সবাই ধইরা ফেলল জায়েদ সাব কেডায়।
কন্ট্রাক্ট বইতে ঘটনাটা আসছে এইভাবে। “মনে হয় না, স্যার। মেয়েরটার বড় বোন যা বলেছে, অন্যকিছু মনে হচ্ছে।” ......... “এই মেয়ে জাহান গ্রুপের সিইও'র প্রেমিকা... কী নাকি ঝামেলা চলছিল ক-দিন ধরে।”
ম্মম্ম, বলেন তো দেখি কোন কুতুবের ঘটনাকে ইঙ্গিত করা হচ্ছে এখানে? ২০২১ সালের ছেপ্টেম্বর মাসে ঘটছিল ঘটনা, আরো বইলা দেই ৬ তারিখের পত্রিকা��় আইছিল।

March 1, 2024