Ratings1
Average rating4
উপন্যাসের শুরুতেই বিশাল এক পটভূমি না লিখে লেখক আমার মন জয় করেছে। শুরু থেকেই গল্পের মাঝে বুঁদ হয়ে ছিলাম। মনে হয় নি গল্প টেনে বড় করা হয়েছে।
গল্পে মেজর জেনারেল ফিরোজের নাম বহুবার লেখার পরেও মনে হয়েছে এই গল্পের কেন্দ্রীয় চরত্র ফিরোজ না। না থানার ওসি খাইরুল ইসলাম, না মেরিলিনা, না শংকর, না ঈশ্বর বাগচি। কিন্তু প্রতিটা চরিত্র কোন না কোন ভাবে বাকি চরিত্রদের সাথে সম্পর্কযুক্ত। একটি দেশের ভঙ্গুর প্রশাসনিক অবস্থা, রাজনৈতিক অরাজগতা এবং নিষিদ্ধ সংগঠন কে কেন্দ্র করেই এই উপন্যাস। তবে গল্পের পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে ক্রিমিনালদের গিনিপিগের মত ব্যবহার করে রিসার্চ করা। :p
নতুন লেখকদের একটা জিনিস আমার ভাল লাগে। অনেক গুলো চরিত্র সৃষ্টি করে, সব চরিত্রকে সঠিক ভাবে পরিচালিত করতে পারেন।