Ratings2
Average rating3.5
আরশিনগরটাই জাতের মনে হয়েছে! মানবজনম আর আন্দরমহল বইয়ের ঘটনা শুধুমাত্র রাবারের মত টেনে লম্বা করেছেন লেখক।
আরশির একজন সার্টিফাইড এতিম। মা মরছে, দাদি মরছে, সৎ মা করছে, সৎ ভাই মরছে, বাপ মরছে। গ্রামের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গল্পও। গল্পের পক্কাত আরেকটু সুন্দর হলেও হতে পারতো। আসিফ আর আরশির মিলন না ঘটিয়ে ভুল করেছেন লেখকসাব।