Ratings7
Average rating3.9
সবে বইয়ের পাঁচ কি ছয় পৃষ্ঠা পড়েছি। এমন সময় এক সুন্দ্রি কথায় কথায় জানতে পারলো আমি [b:গাভী বিত্তান্ত 17402541 গাভী বিত্তান্ত Ahmed Sofa https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1419052689l/17402541.SY75.jpg 24237474] পড়তেছি। খুব উৎসাহ নিয়ে সে জানতে চেয়েছিল আসলেও কোন গাভী নিয়ে কিছু লেখা আছে নাকি। আমি তো বলেছিলাম [a:Ahmed Sofa 6896310 Ahmed Sofa https://images.gr-assets.com/authors/1362764842p2/6896310.jpg] ব্যঙ্গ করে উপন্যাস লিখেন, এটাও সম্ভবত এমন কিছুই হবে। পড়া শেষ করে আমি বেক্কল হয়ে গেছি। শুরু থেকেই নুরুন্নাহার বানু ডিকটেটরের মত প্রতিয়মান হয়েছেন আবু জুনায়েদের উপর। কথা কথায় শ্বশুরের টাকায় পড়ালেখা করার খোটা পিছু ছাড়ে নি উপাচার্য হয়ে যাবার পরেও। লোভ, ক্ষমতার স্বপ্ল মাত্রার অপব্যবহার, আর বানুর দাম্ভিকতা পরিবারের জন্য কাল হয়েছে। উপাচার্য জনাব আবু জুনায়েদ যে তরণীর সাথে গাভী ঘটিত কেলেঙ্কারি করেছেন সেটা নুরুনাহার বানুর চোখে ধরা পরে গেছে! খেলা শেষ, তরণী হচ্ছে বলির পাঠা