তিন গোয়েন্দা
1985 • 188 pages

Ratings2

Average rating4

15

তিন গোয়েন্দা পড়া শুরু করেছিলাম ক্লাশ সেভেন থেকে যতটুকু মনে পরে। শুধু মাত্র তিন গোয়েন্দা পড়ার জন্য খুঁজে বের করেছিলাম কোন লাইব্রেরীতে বেশি পরিমানে তিন গোয়েন্দা মজুদ আছে। :p টিফিনের টাকা দিয়ে লাইব্রেরীর মেম্বার হয়েছিলাম মনে আছে। লেখকের প্রথম ভলিউম প্রথম পড়েছিলাম মনে হয় এসএসসি পরীক্ষার চলাকালে। আজকে আবারো পড়লাম। মাঝে মাঝে বলতে ইচ্ছে করে ফিরিয়ে দাও স্কুলের দিন গুলি।

May 11, 2018